আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৮:১৯ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১৩, ২০২৩, ২:৫৫ এ.এম
নরসিংদী রায়পুরাতে অস্ত্র ও কার্তুজসহ আটক-১
নরসিংদীর রায়পুরা উপজেলার বীরকান্দি এলাকা হতে, দেশীয় তৈরি ১টি ওয়ান শূট্যারগান ও ৪৬ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজসহ, আতিক হাসান (আতিক), নামে এক সন্ত্রাসীকে আটক করেছেন, নরসিংদী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আটককৃত ব্যক্তি হলেন রায়পুরা উপজেলার হাইমারা ইউনিয়নের বীরকান্দি মধ্যপাড়া গ্রামের, মোঃ জামাল মিয়ার ছেলে মোঃ আতিক হাসান (আতিক)।
তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন।
তিনি আরো জানান, নরসিংদী জেলা পুলিশের গোয়েন্দা শাখার বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন অপরাধে অপরাধীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়ন ও মাদকদ্রব্য এবং অস্ত্র উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য নরসিংদী জেলার পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকায় নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় নরসিংদী জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বতে উপপরিদর্শক সেকান্দার আলী ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংদী রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪৬ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজসহ আতিক হাসান (আতিককে) আটক করেন।
আটককৃত আতিক পুলিশের গোয়েন্দা শাখার (ডিবির) জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেন এবং তার দেখানো মতে রাত আনুমানিক পৌঁনে ২টায় বীরকান্দি পশ্চিমপাড়া গ্রামের কাদের খানের বাড়ীর পাশে জঙ্গলের ভিতরে কৌশলে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শূট্যারগান উদ্ধার করা হয়।
আটককৃত আতিক হাসান (আতিকের) বিরুদ্ধে নরসিংদী রায়পুরা থানায় আগ্নেইয়াস্ত্র আইনে মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha