গোপালগঞ্জ কাশিয়ানীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট (শনিবার) উপজেলার সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষকদের মধ্য থেকে সমিতির কার্যকারী কমিটির সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থী হয়ে নমিনেশন ফর্ম জমা দেন।
এ সম্মেলনকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে কয়েকদিন ধরে মতবিরোধ চলে আসছিল। এই মতবিরোধের কারণে শিক্ষকদের দুটি দল সৃষ্টি হয়।
সভাপতি প্রার্থীর হয়ে এক দলের নেতৃত্বে ছিলেন সৈয়দ মনিরুল হাসান বুলবুল ও অন্য দলের নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান জিহাদ।
শিক্ষকদের মধ্যে এই বিরোধের খবর পেয়ে কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী খোকন সিকদার, উভয় পক্ষের ২০ জন নেতৃত্ব স্থানের শিক্ষকদের নিয়ে ১১ আগস্ট কাশিয়ানী প্রেসক্লাবে আলোচনায় বসে শিক্ষকদের বিরোধ নিষ্পত্তি করেন।
শিক্ষক সমিতির চলমান কমিটি ও উপদেষ্টা মন্ডলীদের পূর্ব সিদ্ধান্ত মোতাবেক ১২ই আগস্ট ধার্যকৃত তারিখে সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপজেলা ১৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭ শতাধিক সহকারী শিক্ষক উপস্থিত হন।
এ সময় সম্মেলন প্রস্তুতি কমিটি সকল শিক্ষকদের মতামতের ভিত্তিতে সম্মেলনে উপস্থিত অতিথিদের উপর নতুন কমিটি গঠনের ক্ষমতা হস্তান্তর করেন।
পরে অতিথিদের মধ্যে ৭ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করা হয়।
এই ৭ সদস্যের বোর্ড, ৯ জন সভাপতি প্রার্থী ও ৯ জন সাধারণ সম্পাদক প্রার্থীদের সাথে আলোচনা করে, সৈয়দ মনিরুল হাসান বুলবুলকে প্রধান উপদেষ্টা, জিয়াউর রহমান জিহাদকে সভাপতি, মোঃ মনিরুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক, মেজবাহ উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, লাবনী খানমকে যুগ্ম সাধারণ সম্পাদক, মামুনুর রহমান মামুনকে সাংগঠনিক সম্পাদক ও শান্ত ভট্টাচার্যকে সহগঠনিক সম্পাদক করে সাতজনের নাম ঘোষণা দেন।
শিক্ষক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হবে। বাকি পদ গুলির নেতৃত্ব নির্ধারণ করে, পূর্ণাঙ্গ কমিটি করার জন্য ঘোষিত পদের নেতৃবৃন্দের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন।
এ সময় সম্মেলন অনুষ্ঠানের সভাপতি মোঃ নাসিবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও জিয়াউর রহমান জিহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ শরাফত হোসেন লাভলু মৃধা, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন সিকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সদস্য আজাদ হোসেন, ঢাকা মহানগর উত্তরের মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোল্লা খালিদ হোসেন লেবু, কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী ইউনিয়ন আ, লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha