আজকের তারিখ : মার্চ ১৫, ২০২৫, ২:৫৬ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১২, ২০২৩, ১২:৫২ পি.এম
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক র্যালি আলোচনা সভা ও অনুষ্ঠিত

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বিষয়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে আজ শনিবার সকাল দশটায় ফরিদপুর জেলা স্কাউটের উদ্যোগে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর উচ্চ বিদ্যালয় গিয়ে শেষ হয়।
এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) লিটন আলী,বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা শাখার উপ-পরিচালক মোঃ শামীমুল ইসলাম সহ জেলা স্কাউটের শিক্ষার্থীরা।
র্যালি ও আলোচনা সভায় বক্তারা বলেন সম্প্রীতি ডেঙ্গুর প্রকোপ বেড়ে গিয়েছে ডেঙ্গু একটি মশাবাহিত সংক্রামক রোগ। প্রাথমিকভাবে সনাক্ত হলে এ রোগ সহজে নিয়ন্ত্রণ করা যায় এবং মারাত্মক হিমোরেজিক হলে যথাযথ চিকিৎসা করা না হলে রোগীর মৃত্যু হতে পারে। তাই এ বিষয়ে সবাইকে সর্বাত্মক সচেতন থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha