রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার মিন্টু মন্ডলকে (৪৭) বে-আইনী জনতাবদ্ধে পথরোধ পূর্বক মারপিট করে জখম এবং খুন-জখমের ভয়ভীতি প্রদর্শন ও হুকুম দানের অভিযোগে গত রবিবার (৬ আগস্ট) নাদুরিয়া ও সলুয়া গ্রামের ১০ জনকে এজাহারনামীয় আসামী করে পাংশা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩৭৯/৫০৬(২)/১১৪ পেনাল কোড। মিন্টু মন্ডল কশবামাজাইল ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার। তার পিতার নাম মৃত তক্কেল মন্ডল। বাড়ী সলুয়া গ্রামে।
গত ৫ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে মিন্টু মন্ডল মোটর সাইকেল যোগে নাদুরিয়া বাজার থেকে সলুয়া নিজ গ্রামের বাড়িতে ফেরার পথে নাদুরিয়া গ্রামের উজ্জল মোড়ে হামলার শিকার হন। মিন্টু মন্ডলের আপন চাচাতো ভাই সলুয়া গ্রামের আমদ আলী মন্ডল বাদী হয়ে নাদুরিয়া ও সলুয়া গ্রামের ১০জনকে এজাহারনামীয় আসামী করে এ মামলাটি দায়ের করেছেন।
মামলার আসামীরা হলো- নাদুরিয়া গ্রামের ছামেদ বিশ্বাসের পুত্র মাজেদুল বিশ্বাস (২৫), একই গ্রামের আহম্মদের পুত্র এনামুল (২৩), নজরুলের পুত্র নয়ন (২১), মুরাদের পুত্র আব্দুল্লাহ (২০), ফজলু বিশ্বাসের পুত্র রাব্বি (১৯), সমেশের পুত্র জিল্লু (৩৯), ছামেদ বিশ্বাসের পুত্র হাফিজুল (৩৭), তকছেদের পুত্র রানা (২১), সলুয়া গ্রামের মৃত মনির উদ্দিন মন্ডলের পুত্র সাহাবুদ্দিন মন্ডল (৫৫) ও একই গ্রামের মোতালেব মন্ডলের পুত্র আবু হুরাই মন্ডল।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, উল্লেখিত আসামীদের সাথে মিন্টু মন্ডলের সামাজিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছে। গত ৫ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে মিন্টু মন্ডল মোটর সাইকেল যোগে নাদুরিয়া বাজার থেকে সলুয়া নিজ গ্রামের বাড়িতে ফেরার পথে নাদুরিয়া গ্রামের উজ্জল মোড়ে পাকা রাস্তার উপর পৌঁছিলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা উল্লেখিত আসামীরা লোহার রড, লোহার হাতুড়ী, হকিস্টিক, বাঁশের লাঠিসহ পূর্ব বিরোধের জের ধরে মোটর সাইকেলের গতিরোধ করে হামলা চালায়।
হামলায় এলোপাথারী মারপিটের ফলে মিন্টু মন্ডলের ডান হাতের কনুইয়ের নিচে হাড় ভাঙ্গা এবং ডান পায়ের টাকনুর হাড় ফাটাসহ শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা ও রক্তাক্ত জখম হয়। আসামীরা মিন্টু মন্ডলের পরিহিত ট্রাওজারের পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা, ১টি এ্যানড্রয়েড মোবাইল ফোন ও ১টি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মিন্টু মন্ডলের ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে গেলে আসামীরা মিন্টু মন্ডলকে খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন মিন্টু মন্ডলকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত অটোভ্যান যোগে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিন্টু মন্ডলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঘটনার রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ৭ আগস্ট বাড়ীতে ফিরেছেন আহত ইউপি মেম্বার মিন্টু মন্ডল। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মোতাবেক বাড়ীতে তার চিকিৎসা চলছে।
-রাজবাড়ীর পাংশার কশবামাজাইল ইউপির ৮ নং ওয়ার্ডের মেম্বার মিন্টু মন্ডল গত শনিবার রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha