ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গৌরীপুরের শাহগঞ্জ বাজার থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ।
এরই অংশ হিসেবে ডিবির এসআই মোঃ আব্দুল জলিল ও এসআই সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে গৌরীপুরের শাহগঞ্জ বাজার থেকে একটি চোরাই মোটর সাইকেলসহ চোর দুই মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে। তারা হলে,শাহগঞ্জের মোঃ রাজু আহাম্মেদ ও মোহাম্মদ। তাদের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করে ডিবি পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111