আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১১:৩৮ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১০, ২০২৩, ১২:১৮ পি.এম
এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

ঝালকাঠির নলছিটিতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মতিয়ার রহমান ওরফে মাহবুবুল আলম মতিন কে আটক করেছে পুলিশ। বুধবার (৯আগষ্ট)নারায়নগঞ্জের রুপগঞ্জ থেকে তাকে আটক করা হয়।
সে উপজেলার সুবিদপুর ইউনিয়নের নলবুনিয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবদুল হামিদ। বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরন করা হবে জানিয়েছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান।
এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালে জাল জালিয়াতির মাধ্যমে অন্যের জমি বিক্রির অপরাধে তাকেসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়( মামলা নং সিআর-২৫৪/১৪) বাকিরা খালাস পেলেও তার এক বছরের সাজা ও অনাদায়ে ৪০ লাখ টাকা জরিমানা করে ঢাকা যুগ্ন মহানগর দায়রা জজ তৃতীয় আদালত।
এরপর থেকেই সে পলাতক ছিল। বুধবার নলছিটি থানায় কর্মরত এসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টীম তাকে বুধবার রাতে নারায়ণগঞ্জে রূপগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha