ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর সাথে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আত্মহত্যাকারী গৃহবধূর নাম অঞ্জনা মালো (২৮)। তিনি বোয়ালমারী বাজারের আপ্যায়ন হোটেল এণ্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী পৌরসভার কামারগ্রামের শিবু সাহার স্ত্রী ও পৌরসভাধীন সোতাশী গ্রামের মৃত গোবিন্দ মালোর কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, সাত বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। এ দম্পতির ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। স্বামীর সাথে অভিমান করে বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোর রাত আনুমানিক ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে তিনি আত্মহত্যা করেন।
পরিবার ও থানা পুলিশ জানায়, স্বামীর সাথে মান অভিমানের বশবর্তী হয়ে গৃহবধূ অঞ্জনা শোবার ঘরের ফ্যানের সাথে গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল করে। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় সৎকারের জন্য পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, স্বামীর সাথে অভিমানে করে সে আত্মহত্যা করেছে। পরিবারের অভিযোগ না থাকায় সৎকারের জন্য তাদের জিম্মায় মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111