আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৮:৩৩ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ৯, ২০২৩, ৬:৪৯ পি.এম
‘অনৈতিক সুবিধাই যদি চেয়ে থাকি, সে আমাকে বাসায় পৌঁছে দিল কেন?’

‘আমি যদি তার কাছে অনৈতিক সুবিধাই নেওয়ার চেষ্টা করে থাকি তাহলে সে আমাকে গাড়িতে করে বাসায় পৌঁছে দিয়ে এল কেন? রুকাই চমকা আমার ভালো বন্ধু, তার সঙ্গে আমার কনো ঝামেলাই হয়নি। কিন্তু যখন বাবার বয়সী একজন শিল্পীকে কেউ অপমান করে তখন সেটার প্রতিবাদ করা আমার জন্য কর্তব্য।’এমনটাই বলছিলেন অভিনেতা আরশ খান। একটি নাটকের শুটিং ঘিরে দ্বন্দ্বে জড়িয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, নির্মাতা আদিব হাসান ও অভিনেতা আরশ খান।
যে ঘটনা গড়ায় থানা পর্যায়েও। তবে এরই মধ্যে বন্ধু-সহশিল্পী অভিনেতা আরশ খানের বিরুদ্ধে ‘বন্ধুত্বের চেয়ে বেশি কিছু চেয়েছিল’ বলে সংবাদমাধ্যমে অভিযোগ তুলেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।এই অভিযোগের জবাবেই আরশ খান কালের কণ্ঠকে এমন বক্তব্য দিলেন। তিনি বলেন, ‘যেদিন ঘটনা ঘটে, তার আগেরদিন আমাকে আমার বাসায় ড্রপ করে দেয় চমক।
তাঁর কাছে আমি যদি কোনো অনৈতিক সুবিধা চেয়ে থাকি তাহলে সে আমাকে বাসায় পৌঁছে দিল কেন? সবচেয়ে বড় কথা আমার সঙ্গে সে যোগাযোগ রাখল কেন? পরেরদিন শুটিংয়ে এলো কেন? অন্তত সবাই বুঝতেছে ঘটনাটা কী!’জানা গেছে, উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে আদিব হাসানের পরিচালনায় ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং চলছিল গত শুক্রবার (৪ আগস্ট)। নাটকের অভিনয়শিল্পী ফখরুল বাশার মাসুম, আরশ খান ও রুকাইয়া জাহান চমক। শুটিং চলাকালে প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন অভিনেত্রী চমক। এ নিয়ে নির্মাতা আদিব প্রতিবাদ করলে সেট ছেড়ে চলে যেতে উদ্যত হন চমক।
এ সময় নির্মাতা ও অন্য অভিনয়শিল্পীরা তাঁকে বুঝিয়ে থামানোর চেষ্টা করলে একপর্যায়ে পুলিশে খবর দেন চমক। অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকে তাঁকে ‘মেরে ফেলা’র হুমকি দিয়েছেন। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে সেখানে উপস্থিত হন অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। তিনি সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর শুটিং সেট থেকে চমককে নিয়ে চলে যান চুমকি।
বন্ধ হয়ে যায় শুটিং।
ঠিক সময়ে শুটিং শেষ করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন নির্মাতা আদিব হাসান। তাই এ বিষয়ে নাট্য-নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে অভিযোগ দিয়েছেন তিনি। বিষয়টি বর্তমানে সাংগঠনিকভাবে মীমাংসার অপেক্ষায়। এরমাঝেই অভিনেত্রী চমক দাবী করেছেন, ‘নির্মাতা আর আরশ খান চক্রান্ত করে এটা ছড়াচ্ছে। কারণ আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায়। সে কারণে দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকে তিনিও এটা ছড়াচ্ছেন।’
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha