আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:৪৬ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৯, ২০২৩, ৬:৫৭ পি.এম
নড়াইলের কালিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করলেন প্রধানমন্ত্রী
নড়াইলের কালিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। বুধবার ০৯ আগষ্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষনা দেন।
নড়াইলের কালিয়া উপজেলা সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্সে নড়াইল থেকে যুক্ত হন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃঞ্চ পদ ঘোস, উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা প্রমুখ।
উল্লেখ্য, জেলায় মোট ১৩৫৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের চুড়ান্ত তালিকা করা হয়েছে। এর মধ্যে কালিয়া উপজেলায় ৬২৩টি ভূমিহীন ও গৃহহীন চুড়ান্ত করা হয়। এর মধ্যে ৫৩৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২কক্ষ বিশিষ্ট ২শতক জমি দেওয়া হয়েছে।
আর বাকী ৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২কক্ষ বিশিষ্ট ২শতক জমির হস্তান্তরের মাধ্যমে কালিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha