রাজশাহীর বাঘায়, ধারালো হাসুয়া দিয়ে বাবাকে হত্যার দায়ে ছেলে শুকুর আলী পাকা (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮-৮-২৩) দিবাগত রাত সাড়ে ১২ টায় মীরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৯-৮-২০২৩) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হত্যার পর পলাতক ছিল শুকুর আলী পাকা । পরে হত্যা মামলা দায়ের করা হয়। নিহত রুস্তম আলী পাকা (৭০) উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জের হরিরামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শুকুর আলী পাকা তার বাবার গাছ বিক্রি করে টাকা নিতে চাচ্ছিল। বাবা রুস্তম আলী গাছ বিক্রি করে টাকা দিতে রাজি হননি। এ নিয়ে সোমবার দিবাগত রাতে বাবা-ছেলের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে রুস্তম আলীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে শুকুর আলী পাকা। ঘটনার পর শুকুর আলী পাকা পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর শোকে কাতর পুরো পরিবার। বাবাকে হত্যা করে শুকুর আলী পাকা গেল জেল হাজতে। এক ছেলে আর এক মেয়ে নিয়ে বিপাকে পড়েছে শুকুর আলী পাকার স্ত্রী রিপা খাতুন। কোথায় দাড়াবে সে ।
রিপা খাতুন বলেন, পেয়ারার ব্যবসা করার জন্য বাবার ৬টি মেহগিনির গাছ বিক্রি করতে চেয়েছিলেন শুকুর আলী পাকা।
মামলার তদন্তকারি অফিসার উপরিদর্শক (এস আই) সাইদুল ইসলাম জানান, নিহতের অপর ছেলে নজরুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলাটি দায়ের করেছেন। এ মামলায় শুকুর আলী পাকাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার কথা স্বিকার করেছে শুকুর আলী পাকা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha