আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৭:৪৯ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৯, ২০২৩, ৪:০০ পি.এম
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে খোকসায় ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কুষ্টিয়ার খোকসায় আজ ৯ আগস্ট সকালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা ১৬০টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর ও দলিল প্রদানের ঘোষণার মধ্য দিয়ে খোকসা উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণা করেন । খোকসায় এই সময়১৬০ টি পরিবারের মাঝে জমির দলিল ও চাবি হস্তান্তর করেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা ।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন চাকমা, খোকসার সরকারি কলেজের (ভাবপ্রাপ্ত) অধ্যক্ষ বিল্লাল হোসেন, শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন খান। এছাড়ও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সুধী সাংবাদিক ও বিভিন্ন এলাকা থেকে আগত ভূমিহীন ও গৃহীন সুফল ভোগী ব্যক্তিগণ।
এর আগে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খোকসা উপজেলার সহ কুষ্টিয়া জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । অনুষ্ঠান শেষে খোকসা উপজেলা নিবার্হী অফিসার রিপন বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের জানান প্রথম পর্যায়ে মোট ৩০ টি, দ্বিতীয় পর্যায়ে ৪১ টি, তৃতীয় পর্যায়ে ১৬৭ টি, চতুর্থ পর্যায়ে প্রথমে ২৬ টি এবং বাংলাদেশ পুলিশের ১টি মোট ২৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পূর্ণবাসন করা হয়েছে ।
আজ ৯ আগস্ট চতুর্থ পর্যায়ের ২য় ধাপে ১৬০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে মাধ্যমে জমির দলিল ও ঘর হস্তান্তরের ঘোষণার মাধ্যমে খোকসা উপজেলাকে ভূমিহীন, গৃহহীনমুক্ত ঘোষণা করেন। সেই সাথে কুষ্টিয়া জেলা খোকসা উপজেলা ভূমিহীন ও গৃহহীনের অভিশাপ থেকে মুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এটি একটি চলমান প্রক্রিয়া। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে নতুন করে যারা গৃহহীন, ভূমিহীন হয়ে পড়বে তাদেরকেও পর্যায়ক্রমে জমিসহ গৃহ প্রদান করবেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha