করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরে টিকা নেওয়ার আহ্বান জানান,ভেড়ামারা উপজেলা যুবলীগের সুযোগ্য যুগ্ম-সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সম্মানিত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ ।
তিনি বলেছেন, সুযোগ থাকলে সবাইকেই টিকা নিতে হবে। অবশ্যই মাস্ক পরতে হবে। প্রয়োজনে একাধিক মাস্কও পরা যেতে পারে। সবাই যথাযথভাবে মাস্ক পরলে ৯০ ভাগ সংক্রমণ প্রতিরোধ সম্ভব। আজ বুধবার সকালে মুঠোফোনে আলাপকালে যুবলীগ নেতা আব্দুল আজিজ এ কথা সাংবাদিককে জানান। লকডাউন দিলেও সমস্যা। না দিলেও সমস্যা। তবে সবাই সচেতন হলে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা অনেকাংশে নিয়ন্ত্রণে চলে আসবে।
তবে ভ্যাকসিনের পরও মাস্ক ব্যবহার করতে হবে। কারণ, এই মুহূর্তে সবাই তো আর ভ্যাকসিন পাচ্ছে না। সবার মধ্যেই হার্ড ইমিউনিটি তো আর হচ্ছে না। যাদের হার্ড ইমিউনিটি হবে না, তাদের মধ্যে জার্মটা থেকেই যাবে। তিনি বলেন, যেহেতু আমাদের দেশে কম লোকের মধ্যেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তাই মাস্ক পরে থাকাই উচিত।
এ ছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে এমনিতেই মাস্ক পরা জরুরি। ঢাকাসহ বিভিন্ন জেলা উপজেলা শহরে ধুলাবালিসহ নানাবিধ কারণে মাস্ক পরা জরুরি। যতক্ষণ পর্যন্ত না ৬০ ভাগ মানুষের মধ্যে টিকা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত মাস্ক ব্যবহার করাই উচিত।
ভেড়ামারা উপজেলা যুবলীগের সুযোগ্য যুগ্ম-সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, আরো বলেন, দেশে করোনা ভাইরাসের ২য় ঢেউ ঠেকাতে সকলের সচেতনতা ও দায়িত্ববোধ জরুরি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রশাসনের নির্দেশনাবলী অনুসরণ করে আমরা সবাই নিজনিজ বাড়ীতে অবস্থান করি। নিজের আর নিজ পরিবারের নিরাপত্তার মধ্যে জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে এটা আমার বিশ্বাস। সবাই বাড়ীতে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন । আমি এই প্রত্যাশা ব্যক্ত করি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha