ফরিদপুর সদর উপজেলাকে শতভাগ “ক শ্রেণীর” ভূমিহীন-গৃহহীন
মুক্ত ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে ফরিদপুর জেলার ৪ টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমিহীন-গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করেন। এর ভিতরে ফরিদপুর সদর, বোয়ালমারী, চর ভদ্রাসন ও ভাঙ্গা উপজেলাকে ‘ক শ্রেণীর’ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করেন।
এরই অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে,আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদের মিলনায়তনে বড় পর্দায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিহীন ও গৃহহীনমুক্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী এর সভাপতিত্বে, গৃহহীনমুক্ত ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরামুল কবির, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম বাশারুল আলম বাদশা প্রমুখ।
এছাড়া কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ গাফফার হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মোহাঃ আলমগীর কবির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আলতাফ হোসেন, চরমাধব দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান খোকন মন্ডল, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ মুন্সী, ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. শহিদুল ইসলাম মজনু, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ সিদ্দিকুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ নাগরিক ও উপকারভোগী পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান।