কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ সন্ত্রাসী কর্র্তৃক হামলায় পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিকসহ ৩জন গুরুত্বর আহত হয়। গুলি বিদ্ধ সঞ্জয় কুমার কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ৯ আগষ্ট সকাল ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থান সঞ্জয় কুমার প্রামাণিক মারা গেছেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম শিশির ও নিহতর স্ত্রী বিথী রানী ,ভাই সম্পদ কুমার প্রামানিক ।
হামলাকারীদের বিচার ও গ্রেফতারের দাবিতে গত ৩আগষ্ট বৃহস্প্রতিবার বেলা দেড়টার সময় ভেড়ামারা-দৌলতপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলো আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এই ঘটনায় সঞ্জয় কুমার প্রামাণিকের স্ত্রী বিথী রাণী বাদী হয়ে ঘটনার সাথে জড়িত ১৪জন জাসদ নেতা কর্মীর বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করে। মামলা নং ২ তাং ৪/৮/২৩। এই মামলায় প্রধান আসামী সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভন ও ১১ নং আসামী মোমিনসহ ২ জনকে ভেড়ামারা থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
উল্লেখ্য, শহরের মাতৃ জননী মুন্দিরের কমিটি ও ,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত সুত্রপাতের জের ধরে বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে ভেড়ামারা উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় জাসদের সন্ত্রীদের গুলিতে আহত হয় পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিক, বেলাল হোসেন ও শ্যামল নামে আরও দুজন।
পরে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাদের কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে সঞ্জয় কুমারের চিকিৎসার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৮দিন পর চিকিৎসাধীন অবস্খায় ৯ আগষ্ট বুধবার সকাল ৮টার সময় মারা যায় বলে তার স্ত্রী বিথী রাণী ও ভাই সম্পদ কুমার প্রামানিক জানান।
কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন আহত স্বেচ্ছাসেবকলীগ কর্মী বেলাল হোসেন জানান, ২ আগষ্ট রাত ১১টায় বাড়ি ফেরার সময় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে একদল জাসদের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদেও উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এ ঘটনা। ঐ দিন কর ঘটনার বিবরন দিয়ে আহত গুলি বিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিকের স্ত্রী বিথী রাণী বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন । মামলা নং ২ তাং ৪/৮/২৩। এই মমলায় ঐদিনই প্রধান আসামী সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভন ও ১১ নং আসামী মোমিনকে গ্রেফতার করা হয়। বর্তমান এই মমলায় ৫জন জেল হাজতে,৮জন জামিনে ও ১জন পালাত রয়েছে বলে ওসি জহুরুল ইসলাম জানান।
ভেড়ামারায় জাসদ সন্ত্রাসী কর্র্তৃক হামলায় পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গুলিবিদ্ধ সঞ্জয় কুমার প্রামাণিক মারা যাওয়ার খবর ছড়িয়ে পরলে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। এহেন ঘটনায় ভেড়ামারা থানা পুলিশ শহরে টহল জোরদার করেছেন।
নৃশংস হত্যা কান্ডের ঘটনায় নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চুনু,সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। যুবলীগ নেতা মানিক মিয়া, আব্দুল আজ্জি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোলেয়মান মাষ্টার,যুগ্ন আহবায়ক মনিরুল হাসান শিশির প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha