আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ২:৪৯ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ৭, ২০২১, ৮:১২ এ.এম
নড়াইলে কৃষকলীগ নেতাকে গুলির ঘটনায় অস্ত্রসহ দুই তরুণ গ্রেফতার

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি নজরুল ইসলাম খানকে গুলি করার ঘটনায় অস্ত্রসহ দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের শ্রীবাস বিশ্বাসের ছেলে সুমন্ত বিশ্বাস ও একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে নাসিম রেজা।
কালিয়া থানার ওসি মো. কনি মিয়া জানান, সন্ধ্যায় অভিযান চালিয়ে সুমন্ত ও নাসিমকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে কালিয়া উপজেলার চাঁচুড়ি এলাকার একটি বাঁশবাগান থেকে ছিনতাই হওয়া চার লাখ টাকা দামের অস্ত্রটি উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সোমবার সন্ধ্যায় পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের নজরুল ইসলামের আগ্নেয়াস্ত্রটি ছিনতাই করে দুর্বৃত্তরা। এ সময় নজরুলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি আহত হন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha