মাগুরার মহম্মদপুরে ৮ ডাকাত কে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৭ আগস্ট) রাতে ওই আট জনকে আটক করা হয়। এ সময় তাদের দেওয়া স্বীকারোক্তিতে ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কারও উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক আট জনই উপজেলার আউনাড়া গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা। তারা হলেন- জুয়েল ওরফে রুবেল (৩১), আল আমিন (২০), দেলোয়ার (৩৪) সৌরভ মোল্যা (২২), মোহাম্মদ আজিজ (২০), মো. রাজা মিয়া (২১), মো. আবু তালেব মোল্যা (২৫) ও জালাল উদ্দীন (৩০)।
পুলিশ জানায়, গত ১৭ জুন রাতে মহম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামে প্রহল্লাদ মন্ডলের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এই ডাকাতির সাথে আটক ব্যক্তিরা জড়িত ছিলেন বলে জানিয়েছেন পুলিশ তদন্তকারি কর্মকর্তা। এদের মধ্যে তিন জন পৃথক ৩টি ডাকাতি মামলার আসামি।
মামলার তদন্তকারী কর্মকর্তা অশিত কুমার রায় জানায়, একদল ডাকাত আউনাড়া বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সোমবার (৭ আগস্ট) রাত বারোটার দিকে মহম্মদপুর থানার পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় চার ডাকাতকে আটক করে। পরে আটককৃতদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে ওই রাতেই আরও চারজনকে আটক করা হয় এবং তাদের দেওয়া স্বীকারোক্তিতে ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কারও উদ্ধার করে পুলিশ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ডাকাতেরা পুলিশের কাছে স্বীকার করেছে, তারা বিভিন্ন জায়গায় ডাকাতির সাথে জড়িত ছিল। আটক ব্যক্তিদের নামে মামলা হয়েছে। এবং তাদের কে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha