আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৮:২৮ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ৭, ২০২৩, ১০:১৬ পি.এম
নরসিংদী মাধবদীতে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

নরসিংদী মাধবদীতে ১৫০ বোতল ফেন্সিডিলসহ, লাদেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। (৫ আগস্ট) রবিবার সন্ধ্যায় মাধবদীর কোতালীরচর এলাকার মাছুমের বাড়ি থেকে মাদক সম্রাজ্ঞী মায়ার সহযোগী লাদেনকে গ্রেফতার করে ।
এ সময় তার নিকট থেকে ১৫০ বোতল ফেন্সিডিল মাধবদী থানা পুলিশ উদ্ধার করে । এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাধবদীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মায়া ও তার সাবেক স্বামী মাছুম এবং মায়ার সহযোগী লাদেন, মাদকের একটি বড় চালান বিক্রি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে, মায়ার সাবেক স্বামী মাছুমের বাড়িতে অভিযান চালায় মাধবদী থানা পুলিশ।
এ সময় মায়ার সহযোগী লাদেনকে, ১৫০ বোতল ফেন্সিডিলসহ মাধবদী থানা পুলিশ, গ্রেফতার করলেও মায়া এবং তার সাবেক স্বামী মাছুম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরের দিন মোঃ মাহবুবুল হক (রনি) এস, আই, (নিঃ), বাদী হয়ে, (৬ আগস্ট) লাদেনের বিরুদ্ধে মাধবদী থানার, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনির (১৪ (গ) (৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়। মামলা নং ১০ / ২৩ ।
উল্লেখ্য যে, মাধবদী থানার অফিসার্স ইনচার্জ ( ওসি ) এম রকিবুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মায়ার সহযোগী লাদেনকে গ্রেফতার করলেও মায়া ও তার সাবেক স্বামী মাছুমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের চৌকস অফিসাররা তাদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha