ফরিদপুরের চরভদ্রাসনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭আগস্ট) বিকাল সারে ৪টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে উপজেলা পর্যায়ে দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রথমে বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল খেলায় টাইব্রেকারে মৌলভীরচর স:প্রা:বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে চর অযোধ্যা হাটখোলা স:প্রা: বিদ্যালয়ের মেয়েরা চ্যাম্পিয়ন হয়। এছাড়া একই দিন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলায় টাইব্রেকারে এমপি ডাঙ্গী স:প্রা:বিদ্যালয়কে ৪-২ পরাজিত করে চর অযোধ্যা স:প্রা: বিদ্যালয়ের ছেলেরা চ্যাম্পিয়ন হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: কাউছার। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ শিহাব মাহামুদ,সহকারী শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন,মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলেদেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫