আজকের তারিখ : মার্চ ১৪, ২০২৫, ১০:২৬ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ৬, ২০২৩, ২:৩৫ পি.এম
নগরকান্দায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ৱ্যালী

ফরিদপুরের নগরকান্দায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক ৱ্যালী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা চত্বর হতে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
নগরকান্দা করিগরী প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এই কর্মসূচির আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান, টিটিসির অধ্যক্ষ ইঞ্জিঃ অলোক কুমার সাহা, প্রশিক্ষক আলমগীর হোসেন, সুকদেব মন্ডল ও প্রশিক্ষনার্থীরা।
দেশে মারাত্মক আকার ধারন করেছে ডেঙ্গু। তারই সচেতনতার লক্ষে এই কর্মসূচীর আয়োজন বলে অধ্যক্ষ ইঞ্জিঃ অলোক কুমার সাহা জানান। তিনি সকলকে ডেঙ্গু মশা হতে সতর্ক থাকার জন্য আহ্বান জানান। কারো যদি জ্বর হয় তাহলে দ্রুত নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
পরে টিটিসি ক্যাম্পাস পরিস্কার পরিছন্ন কাজে অংশগ্রহণ করে প্রশিক্ষনার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha