আজকের তারিখ : নভেম্বর ২৮, ২০২৪, ৩:৩৬ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৬, ২০২৩, ৩:৫০ পি.এম
মাগুরা শ্রীপুরে ক্যানেলে পানির দাবীতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন
পানি দাও কৃষক বাঁচাও এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলায় গঙ্গা কপোতাক্ষ অধ্যাষিত ক্যানেল সমূহে পানি সরবরাহের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার ৬ আগস্ট বেলা ১০ টার সময় শ্রীপুর রেজিস্ট্রি অফিসের সামনে বাংলাদেশ কংগ্রেস শ্রীপুর থানার আয়োজনে মানববন্ধন করা হয়। বাংলাদেশ কংগ্রেস এর মূলনীতি সুস্থ ধারার রাজনীতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রীপুর উপজেলা কংগ্রেস আহবায়ক মোঃ আসাদুজ্জামান (আসাদ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা কংগ্রেস সাংগঠনিক সম্পাদক বদিয়ার রহমান (সাগর), কংগ্রেস মাগুরা জেলা সমন্বয়কারী মোঃ সালমান খান, জেলা কংগ্রেস নেতা কাজল হোসেন, ২নং আমলসার ইউনিয়ন কংগ্রেস সভাপতি মোঃ নাসিম মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির, সহ-সভাপতি মোঃ ইসলাম আলী শেখ, ১নং গয়েশপুর ইউনিয়ন কংগ্রেস সভাপতি মোঃ মিরাজুল শেখ, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন শেখ সহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের অধীন গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প (G.K) শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থান দিয়ে ক্যানেল চলমান জনসার্থে জনগণের ভূমি হুকুম দখল করে এই সকল ক্যানেল সমূহ খনন করা হয়। কর্তৃপক্ষ কর্তৃক যথাসময়ে পানি সরবরাহ করা হয় না। অত্র বছর উপজেলা ব্যাপী কৃষক এর আপ্রাণ চেষ্টায় অধিক পাট উৎপাদিত হয়েছে। পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল। কিন্তু কৃষক আজ পাটপচনে পানির জন্য হাহাকার করছে। যেহেতু সমগ্র শ্রীপুর উপজেলা ক্যানেল দ্বারা কৃষি ভূমিতে ফসল উৎপাদনের জন্য উপযোগী করা হয় তথাপ্রিয় গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের মূল উদ্দেশ্যই ছিলো পানি সরবরাহ করা। কিন্তু উহা কোনক্রমেই বাস্তবায়ন করা হচ্ছে না। বাস্তবত ঐ সকল ক্যানেল সমূহে স্বল্পসময়ের জন্য মাসব্যাপী পানি সরবরাহ করা হলে অত্রএলাকার সকল কৃষক তাহাদের উৎপাদিত পাট পচনের জন্য উপায় খুঁজে পেত। তাই কৃষকের পাট যাতে মাঠেই শুকিয়ে না যায় উহার রক্ষা কল্পে স্বল্প সময়ের জন্য পানি সরবরাহের দাবিতে বাংলাদেশ কংগ্রেস শ্রীপুর উপজেলাতে মানববন্ধনের আয়োজন করে।
শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা কাঁচি ও শুকনা পাটের গাছ হাতে নিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha