ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সরদ ইউনিয়নের বিদ্যাধর গ্রামের কৃতি সন্তান দেশের স্বনামধন্য পেশাক তৌরি প্রতিষ্ঠান লেবাস সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দানবীর সাংবাদিক মো. তাজমিনুর রহমান তুহিনের নামে মোরাদ হোসেন নামের এক আইডি থেকে বিভিন্ন মিথ্যা কথা লিখে প্রচার করছে।
এই ঘটনায় পোশাক ব্যবসায়ী তাজমিনুর রহমান তুহিন সাংবাদিকদের কাছে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ।
জানা যায়, মোরাদ হোসেন নামের এক ফেসবুকের আইডি থেকে কয়েকদিন ধরে একাধারে ব্যবসায়ী তাজমিনুর রহমান তুহিনের নামে মিথ্যা প্রচার করছে। মোরাদ হোসেন তার আইডিতে মন গড়া মিথ্যা ভিত্তিহীন কথা লিখে পোস্ট করে প্রচার করছে। তার এ সব লেখা কোনোটি সত্য নয় বলে দাবি করেছেন ব্যবসায়ী তাজমিনুর রহমান তুহিন।
এ সম্পর্কে ব্যবসায়ী তাজমিনুর রহমান তুহিন বলেন, আমি কয়েক বছর ধরে গাজিপুর শহরে লোবাস সোয়েটার নামের একটি ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করে অতি সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি। সেই সাথে এলাকায় নানান সামাজিক কর্মকান্ডের সাথেও জড়িত। আমার এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রি একটি মহল মিথ্যা প্রচার করছে। মোরাদ হোসেন নামের যে আইডি থেকে আমাকে নিয়ে কুৎসা রটাচ্ছে ফেসবুকের আইডি নাম ও ছবি ব্যবহার হয়েছে সে সম্পর্কে আমার মামা হন। ফেসবুকের ওই আইডিটি কে পরিচালনা করে আমার বিরুদ্ধে মনগড়া মিথ্যা কথা লিখছে সেজন্য এই আইডির বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিবো।
এ বিষয় জানতে মোরাদ হোসেনের আইডিতে প্রবেশ করে দেখা যায় তার ফেসবুকের প্রোফাইল লক করা রয়েছে।
তার গ্রামের বাড়ি উপজেলা টরগবন্দ ইউনিয়নের চাপুলিয়া গ্রামে খোঁজ নিলে এলাকাবাসী বলেন মোরাদ হোসেনের তুহিন সম্পর্কে ভাগিনা হন। তারা আরও জানান, মোরাদ হোসেন এলাকায় থাকেন না। কোউ ফোন নম্বারও দিতে পারেনি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫