আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১:৫৪ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৫, ২০২৩, ১০:২৬ পি.এম
শুভর মরদেহ গড়াই নদীতে ভেসে উঠলে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা

কুষ্টিয়ার গড়াই নদে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া শুভ (১৮) নামের যুবকের মরদেহ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওই যুবক নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর কুষ্টিয়ার কুমারখালীর মাস-উদ-রুমী সেতু সংলগ্ন এলাকায় মরদেহটি নদীতে ভেসে উঠলে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা।
নিহত শুভ কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উত্তর মিলপাড়ার দুলাল আলীর ছেলে ও শহরতলীর উপজেলা মোড় এলাকার একটি লেদ কারখানার শ্রমিক ছিলেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, নিখোঁজ শুভকে উদ্ধারে গত দুদিন ধরে কাজ করে ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা।
তিনি আরও বলেন, গড়াই নদের কুমারখালীর মাস-উদ-রুমী সেতু সংলগ্ন এলাকায় নিখোঁজ ওই যুবকের মরদেহটি নদে ভেসে উঠলে সেখান থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
প্রসঙ্গত, শুক্রবার (৪ আগস্ট) সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদে নৌকা ভ্রমণে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে বিকেল ৫টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে গিয়ে কুষ্টিয়া জেলা পরিষদ পার্ক সংলগ্ন গড়াই নদে তাদের ছয়জন বন্ধু নদে পড়ে যায়। একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠতে পারেননি।
পানির স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। রাতে উদ্ধার অভিযান বন্ধ হয়। পরে শনিবার সকালে খুলনা থেকে আসা ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা এই উদ্ধার অভিযানে অংশ নেয়।
নদীতে ওই যুবকের নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha