ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে শেখ কামালের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান।
প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান তাঁর বক্তব্যে শেখ কামালের কর্মময় জীবন সম্পর্কে বিষদ আলোচনা করেন। তিনি বলেন, চিরতরুণ্যের প্রতীক অনন্য শেখ কামাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তি বাহিনীর গোরিলা যুদ্ধের অন্যমত সংগঠক মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায় জেনারেল আতাউল গণি ওসমানের এডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন।
সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বলেন, রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও শেখ কামাল খুবই সাধারণ জীবনযাপন করতেন। তিনি ছিলেন একাধারে সাংস্কৃতিক ও ক্রীয়া সংগঠক। তিনি ছায়ানটে সেঁতার বাজিয়েছেন, তেমনি আবাহনী ক্রীড়াচক্র নামক ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করেছেন। এছাড়া বহুমুখি প্রতিভার অধিকারী শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটার ও স্পন্দন শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক। তিনি ছিলেন অনেক গুনের অধিকারী অর্থাৎ আদর্শ বাবার আদর্শ সন্তান।
এ সময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা সহকারি কমিশনার (ভূমি) রজত বিশ্বাস,ওসি মো.আবু তাহের, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাচান, বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.ভবেন বাইন, কৃষি কর্মকর্তা তুষার সাহা ও বীর মুক্তিযোদ্ধা মোকতার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিলন কুমার সরকার। এ সময় উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাসহ নানান শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha