আজকের তারিখ : মার্চ ১৪, ২০২৫, ৯:৩৯ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ৪, ২০২৩, ৬:৫৮ পি.এম
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পাটপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের আহবায়ক মোঃ মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সদস্য বিপুল ঘোষ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য একে আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বদিউজ্জামান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মোঃ শাহ সুলতান রাহাত, ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, আলিয়াবাদ ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ সাদী ও সাধারন সম্পাদক শাহাজাহান বিস্বাস । এ সময় অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য আজ শুক্রবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রচার ও গণসংযোগ এবং উঠান বৈঠক করেন।
১৫ ই আগস্ট ১৯৭৫ সালে স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সকল পরিবারবর্গকে নির্মমভাবে হত্যা করা হয়। সে প্রেক্ষিতে ১৫ আগস্ট কে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ঐদিন ফরিদপুরের ১২ টি ইউনিয়নের সকল নেতাকর্মীদের নিয়ে একটি শোক সভার সিদ্ধান্ত গৃহিত হয়৷
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha