কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে শুভ (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া শহরতলীর চরমিলপাড়া ইকো পার্ক সংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া শহরতলীর চরমিলপাড়া ইকো পার্ক-সংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শুভ কুষ্টিয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের দুলালের ছেলে ও শহরতলীর উপজেলা মোড় এলাকার একটি লেদ কারখানা শ্রমিক ছিলেন তিনি।
নৌকাতে ভ্রমণের সময় থাকা প্রত্যক্ষদর্শী রিয়াদ জানান, বালুকাটা বড় নৌকায় ১শত ১০জনকে নিয়ে আজ শুক্রবার বিকেলে গড়াই নদীতে নৌকাভ্রমণে যায়। মাঝ নদীতে নৌকার ওপরে নাচানাচি করার এসময় এক পযার্য়ে নৌকাতে থাকা শুভ (১৮), অনিক(২৪), মানিক (২১), নাঈম (২২), বিপ্লব(২০), নয়ন (১৯) নামে ছয়জন নদীতে পড়ে গেলে পাঁচজনকে উদ্ধার করা গেলেও শুভর কোনো খোঁজ পাওয়া যায়নি।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানে আলম বলেন, গড়াই নদীতে ডুবে যাওয়ার ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছিল। খুলনা থেকে ডুবুরি দল আসলে উদ্ধার অভিযান আবারও চালানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111