ফ্রান্সের জনপ্রিয় সংগঠন আইছা, বিডি ফার্ণিচার' ও 'মনডিয়্যাল ট্রাভেলস' এর যৌথ উদ্যোগে দিনব্যাপি সমুদ্র ভ্রমণ সম্পন্ন হয়েছে। দুই শতাধিক ফ্রান্স প্রবাসীদেরকে নিয়ে রবিবার ঐতিহ্যবাহী Etretat সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয় সমুদ্র ভ্রমণ ।
দিনব্যাপী এ আয়োজনে ভ্রমন পিপাসুরা সমুদ্রের অপরুপ সৌন্দর্য উপভোগে মেতে ওঠেন ।
দেশাত্ববোধক ও আধুনিক গান,ইসলামী সংগিত ও কৌতুক পরিবেশন আনন্দে আলাদা মাত্রা যোগ করেছিল। নানারকম খেলাধুলার আয়োজন, পুরস্কার বিতরণ ও বিভিন্ন খেলাধুলায় দিন পার করে প্রবাসীরা।
আইছা'র পরিচালক উবায়দুল্লাহ কয়েছ, বিডি ফার্ণিচারের পরিচালক মিয়া মাসুদ এবং মনডিয়্যাল ট্রাভেলস এর সত্বাধিকারী ইব্রাহীম হাসান সমুদ্র ভ্রমণে অংশগ্রহণকারী সকল প্রবাসীদের শুভেচ্ছা জানান।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে লুৎফুর রহমান বাবু, এমডি নুর, নাজমুল কবির, কামারুজ্জামান, মোসাদ্দেক সাইফুল, লোকমান আপন, অটো ইকুলের চেয়ারম্যান হোসাইন সালাম রহমান, শরিফ রহমান, মনোয়ার, হাসান, মাসুদ আহমেদ, আইছা' মানবিক টিমের সেক্রেটারি শাকিল আহমদ শাহপরান প্রমুখ।
অনুষ্ঠান মাতিয়ে রাখে মেলোডিয়াস শিল্পী গোষ্ঠী।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111