"দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, গড়বো সোনার বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে, মাগুরার মহম্মদপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৩ আগস্ট মাগুরার মহম্মদপুর থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (শালিখা সার্কেল) মাগুরা। অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান উপস্থিত সর্বসাধারণের সাথে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুক্ত-আলোচনা করেন।
এ সময় তিনি এলাকার সর্বসাধারণের সাথে মতবিনিময় করেন। সাধারণ সেবাগ্রহীতাদের পুলিশি সেবা নিতে থানায় কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কি না, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কি না, কাউকে অযথা পুলিশি হয়রানির শিকার হতে হয় কি না, মাদক, চাঁদাবাজী, দুষ্কৃ্তিকারীদের উৎপাত আছে কি না তা নিয়েও মুক্ত আলোচনা করেন তিনি।
অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উল ইসলাম। সর্বপর্যায়ের জনগণের অংশগ্রহণ পুলিশের ওপেন হাউজ ডে-র অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫