আজকের তারিখ : মে ১৭, ২০২৫, ৯:৩৯ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২, ২০২৩, ৫:২১ পি.এম
নগরকান্দায় সক্রিয় ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

ফরিদপুরের নগরকান্দায় ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সেই সাথে ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুর - নগরকান্দা আঞ্চলিক সড়কের উপজেলার লস্করদিয়া এলাকার একটি ইট ভাটার কাছ থেকে ডাকাতির প্রস্তুতিকালে এদের গ্রেফতার করা হয়। বুধবার বিকালে আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের মোজাম সরদারের দুই ছেলে রায়েব আলী সর্দার (৪০), ইয়ার আলী সর্দার (৩৫), কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের হায়দার মীরের ছেলে সবুর মীর (২৮), দেলবাড়ীয়া গ্রামের মৃত নাজমুলের ছেলে জামিল (৪০) ও ঈশ্বরদী গ্রামের আতর আলী মুন্সীর ছেলে মান্দার মুন্সী (২৮)।
থানার ওসি মিরাজ হোসেন বলেন, আমরা গোপন সংবাদ পাই লস্করদিয়া এলাকায় একটি ইট ভাটার পাশে একদল ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। আমরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha