ফরিদপুরের সদরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ বাচ্চু খান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায় গত সোমবার বিকাল আনুমানিক ৫টায় বাবুরচর এলাকায় বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। প্রথমে তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাচ্চু খান উপজেলার ঢেঊখালী ইউনিয়নের দবিরদ্দিন বেপারীর ডাঙ্গী গ্রামের আঃ মজিদ খানের পুত্র । সদরপুর থানার এস. আই মোঃ নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন- লাশ থানায় আনার পর স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
নিহত বাচ্চু খান উক্ত এলাকার বিদ্যুৎ লাইনে সাইডম্যান হিসেবে কাজ করত। যে সময় সে বিদ্যুৎ সংযোগ দিতে যায় সে সময় উক্ত লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে না জানিয়ে হঠাৎ লাইনে বিদ্যুৎ সংযোগ দিলে বাচ্চু খান বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে তার পরিবারের অভিযোগ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫