ফরিদপুরের আলফাডাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ২৪ জন নেতাকর্মী ও অজ্ঞাত ৪০-৪৫ জনের নামে মামলা দিয়েছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার লোকাল বাসষ্ট্যান্ড সংলগ্ন রাস্তায় চেকপোষ্ট চলাকালে বিএনপির ৭০-৭৫ জন নেতাকর্মী লাঠি সোটা নিয়ে সরকার বিরোধী শ্লোগান দিতে দিতে পুলিশের চেকপোষ্টের দিকে আসতে থাকে। পুলিশ তাদের থামানেরা চেষ্টা করলে পুলিশের ওপর চড়াও হয় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল মারতে থাকে। মিছিলে অংশগ্রহণকারীদের ছত্র ভঙ্গ হওয়ার জন্য অনুরোধ করলে পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ককটেল নিক্ষেপ করে ও গাড়ির টায়ারে আগুন ধরাইয়া দেয়।
এ সময় ঘটনাস্থল থেকে একজন ও পালানোর সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা বুড়াইচ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও পালানোর সময় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বাশারুল বারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২টি টিনের কৌটার অংশ, ২টি পোড়া টায়ারের অংশ ও ৯টি ইটের ভাঙ্গা টুকরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিস্ফোরণের ঘটনায় আলফাডাঙ্গা থানার এস আই রবিউল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই আসামিসহ বিএনপির ২৪ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানায় রোববার রাত ৯ টা ২০ মিনিটের দিকে লোকাল বাসষ্ট্যান্ড সংলগ্ন পাকা সড়কের ওপর পরাপর দুইটি বিস্ফোরণের শব্দ হয়। তখন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তরা দেখেনি।
এ বিষয় জানতে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আহবায়ক আঃ মান্নান আব্বাস বলেন, ঘটনাটি সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের বিরুদ্ধে নাটক সাজিয়ে ষড়যন্ত্র করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, পুলিশের চেকপোষ্ট চলাকালীন সময় ৭০-৭৫ জনের একটি দল সরকার বিরোধী শ্লোগান দিতে দিতে চেকপোষ্টের দিকে যেতে থাকলে পুলিশ বাধা দেয়। এসময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের একজন এস আই ও তিন পুলিশ সদস্য আহত হয়। ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০-৪৫ জনের নামে মামলা হয়েছে। গেপ্তারকৃত দুইজনকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha