আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ৪:০৫ এ.এম || প্রকাশকাল : জুলাই ৩১, ২০২৩, ৭:৪৯ পি.এম
নরসিংদী পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নরসিংদীর পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম । রোববার (৩০ জুলাই) এ সভা অনুষ্ঠিত হয় । সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন।এসময় পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন ।
মাননীয় পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান । আইন শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবেন । সে প্রত্যাশা ব্যক্ত করেন পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ।
সভায় (জুন ২০২৩ ইং) মাসের শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত), শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এসআই (ডিবি), শ্রেষ্ঠ এএসআই, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, শ্রেষ্ঠ মাদক - চোরাচালান মালামাল উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ টিএসআই (ট্রাফিক) ক্যাটাগরিতে মনোনীতদের সম্মাননা স্মারক, ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন, মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এস.এ.এম, ফজল-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কে.এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার শিবপুর সার্কেল মোঃ মেসবাহউদ্দিন, সরকারী পুলিশ সুপার শিক্ষানবিশ জহিরুল ইসলাম, সরকারী পুলিশ সুপার শিক্ষানবিশ এস.এম. আসিফ আল হাসান, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল নরসিংদী মোহাম্মদ আরিফ আফসার-সহ সকল থানার অফিসার ইনচার্জ / ইন্সপেক্টর ( তদন্ত ), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ, এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha