কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ ৩০ জুলাই রবিবার আসর বাদ ফরিদপুর শহরের ঢাকা-খুলনা মহাসড়কে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আব্দুল ওহাবের পরিচালনায় মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার আমীর মাওঃ মুহাম্মদ বদরুদ্দীন।
সমাবেশে জেলা আমীর বর্তমান আওয়ামী লীগ সরকারকে লক্ষ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করেই হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, অনতিবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি দিতে হবে। এবং দ্রুত দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111