ফরিদপুরের সদরপুর উপজেলায় লক ডাউনের খবরে উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
গত শনিবার সকালে সরকার সারাদেশে ‘লকডাউনের’ খবর প্রকাশের পর থেকেই বিভিন্ন হাট-বাজারে ভিড় বেড়ে যায়। বেশির ভাগ মানুষ সংসারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু ক্রয় করে মজুদ করছে।
দেশে আজ সোমবার থেকে এক সপ্তাহের জন্য ‘লকডাউন’ শুরু হবে, এ খবর জানার পর থেকেই আতঙ্কের কেনাকাটা শুরু করে দিয়েছে সাধারণ জনগণ। মানুষ তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে ছুটে আসছে এবং বিভিন্ন বাজারে বাজারে ভিড় জমাচ্ছে।
কেউ কেউ একসঙ্গে বাড়তি পণ্য কিনে ঘরে মজুদ করছে, আবার দেখা যাচ্ছে দিনমজুররা অতিরিক্ত অর্থ না থাকায় তদের সংসারের প্রয়োজনীয় চাহিদা মত বাজারে কেনাকাটা করছে।
ব্যবসায়ীরা জানান, ক্রেতাদের মজুদের কারণে সরকার বাজার নিয়ন্ত্রণে রাখতে কষ্টকর হয়ে যাবে এবং পণ্য চাহিদা মত না দিতে পারলে বাজার উদ্ধমুখি হবে বলে তারা মন্তব্য করেন।
ক্রেতাদের সাথে কথা হলে তারা জানান, এক দিকে লগডাউন অন্যদিকে সামনে রোজা, তাই একসঙ্গে কিছু বাজার করে রাখছি তাতে করে পরে কোন সমস্যায় না পরতে হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫