আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:১৬ এ.এম || প্রকাশকাল : জুলাই ৩১, ২০২৩, ১:৪৫ পি.এম
বিএনপির অবস্থান কর্মসুচিতে হামলা ও নির্যাতনের প্রতিবাদে নড়াইলে জনসমাবেশ অনুষ্ঠিত
২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের হামলা নির্যাতনের প্রতিবাদে নড়াইল জেলা বিএনপি আজ (৩১ জুলাই) সোমবার বেলা ১১টায় নড়াইলে জনসমাবেশ করেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিররুল ইসলাম বিএনপির জেলা সহ-সভাপতি মোহাম্মদ আছাদুজ্জামান,যুগ্ন সাধারন সম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক মো: নজরুল জমাদ্দার, জেলা যুবদলের সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল, যুগ্ন সাধারণ সম্পাদক মো: রহিম ফকির,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সানিসহ জেলা-উপজেলার নেতারা।
বক্তারা বলেন, অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান। দেশ ও গণতন্ত্র বাচাতে তারেক জিয়া যে লড়াইয় সংগ্রামের ডাক দিয়েছেন। সেই সংগ্রামকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে এখন স্বৈরশাসন চলছে। এর থেকে মুক্তি পেতে হলে আন্দোলণ সংগ্রামের বিকল্প নেই।
বক্তারা আরো দাবি করেন,দেশ গড়েছেন জিয়া, রক্ষাও করবে জিয়ার সৈনিকেরা। সমাবেশ থেকে বিএনপির চেয়ার পারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি
জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha