মাগুরায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে ভারচুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রান্তে সংযুক্ত ছিলেন মাগুরা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, মেয়র মাগুরা পৌরসভা মো: খুরশীদ হায়দার টুটুল, জেলা ইসলামিক ফাউণ্ডেশন উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন সহ প্রমুখ।
উল্লেখ্য যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত সারাদেশে ৫০ টি মডেল মসজিদের মধ্যে মাগুরা জেলায় ২ টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়। এগুলো হলো জেলা পর্যায়ে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং উপজেলা পর্যায়ে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। জেলা মডেল মসজিদটি মাগুরা-ঢাকা মহাসড়কের পাশে পারনান্দুয়ালীতে অবস্থিত আর উপজেলা মডেল মসজিদটি মাগুরা-যশোর আঞ্চলিক মহাসড়কের পাশে ভিটাসাইরে অবস্থিত।
দৃষ্টনন্দন এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়া মুসল্লীদের ওযু ও নামাজের জন্য রয়েছে সুব্যবস্থা। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের পূর্বে মৃতদেহের আচার ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হেফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামিক কনফারেন্স রুম ইত্যাদি। এর বাইরেও মসজিদগুলোতে থাকবে ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইসলামি বই বিক্রয় কেন্দ্র এবং মসজিদের সাথে দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা।
মাগুরা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, ইসলামের প্রচার ও প্রসারে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, ইসলামি ভ্রাতৃত্ববোধ এবং এর মূল্যবোধকে প্রচার করা এবং সেইসাথে চরমপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের মর্মবাণী প্রচার করা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য।
উল্লেখ্য যে, সারাদেশের সবকয়টি জেলা ও উপজেলায় ৯,৪৩৫ কোটি টাকা ব্যয়ে মোট ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। আজকের ৫০ টি সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ২৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন।