আজকের তারিখ : মে ১১, ২০২৫, ২:১২ এ.এম || প্রকাশকাল : জুলাই ৩০, ২০২৩, ৮:২৭ পি.এম
বাঘার চরাঞ্চলে বসুন্ধরা গ্রুপের শুভসংঘ স্কুল উদ্বোধন

বাঘা উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামে শুভ সংঘ নামে স্কুল উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০জুলাই) দুপুরে বসুন্ধরা শুভ সংঘ স্কুলটির উদ্বোধন করা হয়। বসুন্ধরা শুভ সংঘ এর বাঘা উপজেলার শাখার উপদেষ্টা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি, বসুন্ধারা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, কালের কন্ঠের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম শুভ সংঘ স্কুলের উদ্বোধন করেন।
বক্তব্য দেন,চকরাজাপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মিজানুর রহমান মিজান, সমাজ সেবক এ.কে.এম বাহদুর, গ্রাম প্রধান কামাল হোসেন, আনোয়ার মন্ডল,খোকন শিকদার,দাদপুর বসুন্ধরা শুভ সংঘ স্কুল শিক্ষকা নিপা খাতুন। উপস্থিত ছিলেন-দৈনিক কালের কন্ঠের বাঘা প্রতিনিধি লালন উদ্দীন, বসুন্ধারা শুভ সংঘ’র বাঘা উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল বাশার। বাঘা উপজেলা শাখার পক্ষ থেকে বসুন্ধারা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামানকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
বক্তব্যকালে জাকারিয়া জামান বলেন, বাঘা উপজেলার চরাঞ্চলে ১২ তম স্কুল উদ্ধোধন করা হলো। স্কুলভবনের জন্য দুই বিঘা জমি কিনে, স্কুলের ১০টি কক্ষ , একটি পাঠাগারসহ কম্পিউটার প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। সারাদেশে আরো ১১টি শুভ সংঘ স্কুল চালু হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে আরো স্কুল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যার পৃষ্ঠপোষকতায় রয়েছেন বসুন্ধার গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
তিনি জানান, শুভ সংঘ স্কুলের শিক্ষার্থীরা যত দুর পড়তে চায়, তত দুর পর্যন্ত তাদের বৃত্তি দেওয়া হবে। অভাবে পড়ে কোনো শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই বসুন্ধারা গ্রুপের উদ্দেশ্য। শুভসংঘ স্কুলে শিক্ষার্থীদের কখনো বেতন দিতে হবে না। বরং তাদের বিনা মূল্যো বই,ব্যাগ,খাতা, কলম,স্কুল ড্রেসসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়া হবে। এখান থেকে হাইস্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে গরিব মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হবে মাসিক বৃত্তি। শিক্ষকদেরও বেতনসহ স্কুলের সব খরচ বহন করবে বসুন্ধারা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha