আজ ৩০ জুলাই (রবিবার) সকালে গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপসি)'র হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নাছিমা বেগম বলেন, আমি গত ২৭ মার্চ ২০১৮ সালে সাইদুর রহমান মুন্সী গংদের কাছ থেকে ২৪৪১ নং দলিল মূলে ৯৫ নং গোবরা মৌজার আর এস ও এস এ ৩২১২, ৩২১৭, ৪৬৩৬ এবং বি আর এস ৩২১৭ দাগে মোট ২০ শতাংশ ভূমি ক্রয় করি। পরবর্তিতে ওই জায়গায় বালু ভরাট করে দুইটি দোকান ঘর তুলে ভাড়া দিয়ে ভোগ করে আসছি। পরবর্তিতে জানতে পারি গোপালগঞ্জ শহরের মোহাম্মদ আমীন নামের এক ব্যক্তি ওই যায়গা জাল দলিল করেছেন। গতকাল ২৯ জুলাই (শনিবার) গোপালগঞ্জের প্রভাবশালী ও চিহ্নিত ভূমিদস্যু, জাল দলিল কারি (শেখ মোহাম্মদ আমীন) তার ভাড়াকরা অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ভোগদখল কৃত জায়গায় প্রবেশ করে, এ সময় আমার দুইটি দোকানঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। আমরা বাঁধা দিলে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে জীবননাশের হুমকি দিয়ে যায়গা ছেড়ে দিতে বলে। আমি নিরুপায় হয়ে গোপালগঞ্জ সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ দেই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অজানা কারনে এখন পর্যন্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫