আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ১:২৮ এ.এম || প্রকাশকাল : জুলাই ৩০, ২০২৩, ৩:৪৩ পি.এম
নলছিটিতে উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন
ঝালকাঠির নলছিটি উপজেলা মডেল মসজিদ সহ সারাদেশে পঞ্চম পর্যায়ে নির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩০শে জুলাই রবিবার সকাল ১০ টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলার নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল,উপজেলা নির্বার্হী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সহও উপজেলার বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিকস ওপ্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
এ-সময় উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে বড় স্ক্রিনে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ধোধনী অনুষ্ঠান প্রদর্শণ করা হয়। এসময় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের অংশ হিসেবে এর আগে ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে ৫০টি, ২০২৩ সালে ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৫০টি, ১৬ মার্চ তৃতীয় ধাপে ৫০টি এবং ১৭ এপ্রিল চতুর্থ ধাপে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এছাড়া বাকি মসজিদগুলোর নির্মাণকাজও শেষের দিকে।সরকারি অর্থায়নে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হচ্ছে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha