আজকের তারিখ : মার্চ ১৫, ২০২৫, ৪:২৬ এ.এম || প্রকাশকাল : জুলাই ৩০, ২০২৩, ২:০৭ পি.এম
ফরিদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উপলক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব শামীম হোসেন এর সভাপতিত্বে আজ শনিবার পৌনে দশটায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্র্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের কবি জসিম উদ্দিন হলে এসে শেষ হয়।
এরপর কবি জসিম উদ্দিন হলের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, নারীনেত্রী ও রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলেচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি বৃন্দ মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সবাই কে একসাথে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha