আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৯:৪৭ পি.এম || প্রকাশকাল : জুলাই ২৯, ২০২৩, ১২:২৭ পি.এম
সিআরবি’র শিবপুর উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন

কাউন্সিল অব, 'কনজিউমার রাইটস', এর নবগঠিত, সাত সদস্য বিশিষ্ট, শিবপুর উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে, জাতীয় কমিটি । সম্প্রতি কনজিউমার রাইটস, এর মহাসচীব ডিজাইনার, কে. জি. এম সবুজ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে । যার স্মারক নম্বর প্রশা / প / - ৪৬৪ / ৭, আহবায়ক কমিটির সদস্যরা হলেন ।
আহবায়ক নূরুদ্দীন আহাম্মদ , যুগ্ন আহবায়ক মো: আওলাদ হোসেন মাস্টার , সদস্য সচীব মো: খবির উদ্দীন ভূঁইয়া , যুগ্ন সদস্য সচীব মো: ইলিয়াছ হায়দার , সদস্য নাছিম আহমেদ , মো: হুমায়ুন কবীর খান, ও মো: হাবিবুর রহমান সুমন। আহবায়ক কমিটি আগামী ২৬ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবে।
সিআরবি'র নরসিংদী জেলার প্রশাসনিক প্রতিনিধি আব্দুল হান্নান মানিক, এর সার্বিক সহযোগিতায় নবগঠিত শিবপুর উপজেলা, সিআরবি'র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha