ফরিদপুরের আলফাডাঙ্গায় নারীদের আত্মকর্ম সংস্থানের সৃষ্টিতে সেলাই মেশিন ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে দশ লক্ষ টাকার বিভিন্ন উপকরণ বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকালে আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম হাই স্কুল মাঠে এই উপকরণ বিতরণ আয়োজন করে কাঞ্চনমুন্সি ফাউন্ডেশন ও রোটারি কমিউনিটি কর্প।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমানের সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান, গোপালপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, টগরবন্দ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, কৃষকলীগ নেতা মনিরুজ্জামান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় নারীদের আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে পঞ্চম জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও বেগম জাহানারা একাডেমী, কাঞ্চন একাডেমি এবং আদর্শ ডিগ্রী কলেজ এর জন্য বেঞ্চ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111