নোয়াখালীর হাতিয়ায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক এক প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮জুলাই) সন্ধ্যায় উপজেলার চরঈশ্বর ইউনিয়নের এম আলী পাইতাং ঘাটে প্রান্তিক পর্যায়ের মৎস্যজীবি ও মৎস্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে হাতিয়া উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত এই প্রামান্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে (ভার্চুয়াল) উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মন্ডল, মেরিন ফিশারিজ অফিসার মো. আশারুল ইসলাম, এম আলী পাইতাং ঘাটের সভাপতি হাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুনীল মেম্বার প্রমূখ। অনুষ্ঠানে মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা সহ শতাধিক মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রামান্য চিত্র প্রদর্শনীতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সহ মৎস্য সেক্টরের অর্জিত সাফল্য ও সম্ভাবনার তথ্য সমূহ তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।