“মুজিববর্ষে শপথ নেবো জাটকা নয় ইলিশ খাবো” প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা উপজেলায় রবিবার ৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা, মৎস্যজীবীদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাংশা উপজেলা মৎস্য দপ্তর ও জাটকা সংরক্ষণ সংক্রান্ত উপজেলা টাস্ক ফোর্স কমিটি এ কর্মসূচীর আয়োজন করে।
পাংশা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রভাস চন্দ্র সেন ও কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ। উপস্থাপনা করেন মৎস্য দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহরিয়ার।
জানা যায়, সকাল সাড়ে ১১টায় র্যালী, র্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রতিযোগিতা ও সবশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী বাহাদুরপুরের রাব্বি, হাবাসপুরের ওয়াজেদ ও সবুজকে পুরস্কৃত করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে মৌরাট ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক, যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, খাদ্যনিয়ন্ত্রক এ.কে.এম শাহনেওয়াজ, ওসি-এলএসডি মোহাম্মদ ইব্রাহীম আদম, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।