আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপি আয়োজিত মহাসমাবেশ শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টার মধ্যেই নেতাকর্মীতে সমাবেশস্থল ভরে। এখনো নেতাকর্মীর আসছেন। মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল মোড়, কাকরাইল মোড়, শান্তিনগরসহ আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড়ে লোকে লোকারণ্য।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আমরা প্রথম থেকে বলে আসছিলাম ২৮ জুলাইয়ের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। এর কোনো সীমানা নেই। এই জনস্রোতকে কোনো সীমানাই দিয়ে রোখা যাবে না। এই সকালে নয়াপল্টনে তার প্রমাণ দিয়েছে অধিকারহারা মানুষেরা।
পল্টন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে বিপুল সংখ্যক আনসার সদস্যও রয়েছেন।