বৃহস্পতিবার (২৭ জুলাই ২০২৩) তারিখ ত্রিশাল ও ভালুকা পৃথক অভিযানে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।
ডিবি পুলিশের নবাগত ওসি ফারুক হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর নির্দেশে জেলা হতে মাদক উদ্ধারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
এর ধারাবাহিকতায় আজ ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন মাদানী পাম্প সংলগ্ন সিয়াম মেডিকেল হলের সামনে থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ তারেক হোসেন (৩৫) কে আটক করে।
অন্য দিকে পৃথক আরেক অভিযানে এসআই (নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন কাশর পুরান মসজিদ এর সামনে থেকেে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন (২৬), গ্রেফতার করেন।
এ বিষয়ে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অভ্যহত থাকবে বলেও জানান ডিবি পুলিশের নবাগত ওসি ফারুক হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha