হাতিয়া উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে ইউনিয়ন চ্যাম্পিয়নশীপ খেলায় স্থানীয় দর্শকরা হামলা করে খেলোয়াড়দের আহত করার ঘটনা ঘটেছে। এতে প্রতিদ্বন্দ্বী মধ্য হরনী সরকারি প্রাঃ বিদ্যালয়ের খেলোয়াড়েরা আহত হয়ে মাঠ ত্যাগ করেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার জাহাজমারা হাই স্কুল মাঠে জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বুড়িরচর ইউনিয়নের মধ্য হরনী সরকারি প্রাঃ বিদ্যালয়ের সেমিফাইনাল কোয়ালিফাই খেলা চলাকালীন সময়ে ঘটনাটি ঘটে।
এতে রাসেল, আমিরুল ইসলাম ও ইকবাল সহ বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
মধ্য হরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা বেগম জানান, বিকেল ৪ টায় আমাদের স্কুলের সাথে খেলায় আমার স্কুল এক গোলে এগিয়ে গেলে মাঠে পরাজিত পক্ষের দর্শকরা ঢুকে হট্টগোল করে এবং আমার ছেলেদেরকে কারেন্টের তার ও লোহার রড দিয়ে পিটিয়ে শারিরিক ভাবে আহত করে। এ অবস্থায় কোমলমতি ছেলেরা আতঙ্ক ও নিরাপত্তার অভাবে মাঠ ত্যাগ করে।
এ বিষয়ে জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনের সাথে আলাপ কালে তিনি হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, দুই ইউনিয়নের মধ্যে আঞ্চলিকতার বিষয় হওয়ায় দর্শকের মাঝে উত্তেজনা বিরাজ করায় কিছুটা বিশৃঙ্খলা হয়েছে বটে। কিন্তু সাথে সাথে থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও মধ্য হরনী সরকারি প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে মাঠ ত্যাগ করে। সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মধ্য হরণী সঃ প্রাঃ বিঃ ছাত্র ও শিক্ষকবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করেন।
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু আহত ছাত্রদের দেখে বিষয়টি অবহিত হয়ে ঘটনার সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন বলে জানান এবং আহত ছাত্রদেরকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha