আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৯:০৬ পি.এম || প্রকাশকাল : জুলাই ২৭, ২০২৩, ৬:০৯ পি.এম
নলছিটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটিতে স্থানীয় চায়না মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় ফাইনাল খেলায় রানাপাশা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ) ও নান্দিকাঠি মডেল প্রাথমিক বিদ্যালয় (মহিলা) দল বিজয়ী হয়েছে।
এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় নকআউট পদ্ধতীতে খেলায় অংশ গ্রহন করে। ফইনাল খেলায় বিজয়ী দল জেলা পর্যায়ে খেলার সুযোগ পাবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেনে, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, কর্মকর্তা সাইদুর রহমান সপন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর হোসেন আলো, ডাঃ শংকর কুমার হালদারসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ দর্শক উপস্থিত ছিল ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha