আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৯:৪৮ এ.এম || প্রকাশকাল : জুলাই ২৭, ২০২৩, ১১:১৭ এ.এম
নাগেশ্বরী সরকারী কলেজ হোস্টেল এখন মাদকাসক্তদের আড্ডাখানা

কুড়িগ্রাম জেলার স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান উপজেলার প্রানকেন্দ্রে গড়ে উঠা নাগেশ্বরী সরকারী কলেজ অধ্যক্ষের অনিয়ম ও উদাসিনতায় বন্ধ কলেজ হোস্টেল। এখানে দিনে হয় গো-চারণ আর রাতে বসে মাদকসেবীদের আড্ডা খানা। ধ্বসে পরছে আবাসিক ভবনের অবকাঠামো। এতে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। কমে যাচ্ছে দুর-দুরান্ত থেকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা।
কলেজের উন্নয়ন তহবিল ও উন্নয়ন ফি চলমান থাকা সত্ত্বেও অদৃশ্য কারনে কলেজ হোস্টেলটি চালু করছে না কতৃপক্ষ বলে জানান বাংলা বিভাগের প্রভাষক রেজাউল করিম রেজা ও রাষট্রবিঞান বিভাগের প্রভাষক আজিজুল হক রানা জানান পরিত্যাক্ত বসবাসের অযোগ্য হোস্টেলটি মেরামতে দুরত্ব করা প্রয়োজন বর্তমানে মাদকসেবীদের আখরায় পরিনত ।
শিক্ষার্থীরা জানান বাধ্য হয়ে বেশি খরছে থাকতে হচ্ছে অনান্য হোস্টেলে এবং অনিয়ম ও অব্যবস্থাপনায় ভরা কলেজটি, র্পুবের সুনাম ফিরিয়ে আনার দাবী জানায় অভিভাবক মশিয়ার রহমানসহ অনেকে। প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে উন্নয়ন ফি নেয়ার বিষয়টি স্বীকার করে কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক বলেন হোস্টেলটি মেরামত করা হবে ।
এ বিষয়ে কলেজ সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান তদন্ত কমিটি গঠন করে শিক্ষারমান উন্নয়নের লক্ষে দুরের শিক্ষাথীদের সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha