আজকের তারিখ : ফেব্রুয়ারী ২, ২০২৫, ৯:০৭ এ.এম || প্রকাশকাল : জুলাই ২৭, ২০২৩, ১০:২৪ এ.এম
ফরিদপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফরিদপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে শহরের আলিপুরে হাসিবুল হাসান লাবলু সড়কে আওয়ামী লীগ অফিসে স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখা শহর ও কোতোয়ালি থানা শাখার উদ্যোগে , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পতাকা উত্তোলন করা হয়।
জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক আহ্বায়ক শওকত আলী জাহিদের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সদস্য সচিব ফয়সাল আহমেদ রবিন, শহর শাখার আহ্বায়ক এটিএম জামিল তুহিন, সদস্য সচিব আলহাজ্ব মেহেদী চিশতি, কোতায়ালী থানার সাবেক সভাপতি অ্যাডভোকেট ইমরান হোসেন রিমন কোতোয়ালি থানা শাখার আহ্বায়ক সামসুদ্দোহা জাহের, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ফরিদপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম জনি, সাবেক সহ সভাপতি শাহিনুজ্জামান বাবর, সাবেক সহ সভাপতি মুস্তাফিজুর রহমান মাছুম, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম প্রলয়, সাবেক সদস্য ফারুক হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা কামাল ২৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ জাফর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করছেন। বর্তমানে বিএনপি জামাত চক্র দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করার লক্ষ্যে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি কর্মী বিএনপি -জামাত চক্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার রয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha