নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার পর লঞ্চটি ডুবে যায়। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে রওনা হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফীন ঘটনাস্থলে গেছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন লঞ্চ ডুবে যাওয়ার বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলতে পারেননি।
তবে একটি সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম রাবিতা আল হাসান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো রবিবার যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সেটি ডুবে যায়। দুর্ঘটনায় কেউ নিখোঁজ আছেন কিনা তা জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha